Free Web Development course by Biswajit Adhikary

আমি কিছু মানুষকে ওয়েব ডেভেলপমেন্ট শেখাতে চাচ্ছি। এটি সম্পূর্ণ ব্যক্তিগত একটি উদ্যোগ। যদি কেউ সিরিয়াসলি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আমি তাকে একদম বেসিক থেকে ওয়েব ডেভলপার হিসাবে কাজ করার মত অবস্থানে যাওয়ার জন্য যা যা শেখা প্রয়োজন শেখাব।

কারা শিখতে পারবেন?
যাদের কম্পিউটার এবং ইন্টারনেট এর বেসিক ধারণা আছে, একটি কম্পিউটার বা ল্যাপটপ আছে এবং ইন্টারনেট ব্যবহারের সুযোগ আছে তারা এখান থেকে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন।

*** সবকিছু শেখানো হবে দুইটি ধাপে।

প্রথম ধাপে কি কি শেখানো হবে?

  1. HTML
  2. CSS
  3. Bootstrap
  4. Tailwind CSS
  5. JavaScript(Basic)

প্রথম ধাপে কি কোন প্রজেক্ট করানো হবে?
হ্যাঁ প্রথম ধাপে তিনটি লাইফ প্রজেক্ট করানো হবে। সবগুলো প্রজেক্টটি বর্তমানের লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে করা হবে। তাছাড়াও প্রথম ধাপে যা শেখানো হয়েছে তার উপরে একটি ছোট অ্যাসাইনমেন্ট থাকবে।

*** দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য অ্যাসাইনমেন্ট অবশ্যই কমপ্লিট করা লাগবে।

দ্বিতীয় ধাপে কি কি শেখানো হবে?

  1. JavaScript (Advance Concepts)
  2. ReactJS
  3. NodeJS (Basic)

*** তাছাড়াও আরও কিছু জিনিস পরিকল্পনাতে আছে।

দ্বিতীয় ধাপে কি কোন প্রজেক্ট করানো হবে?
হ্যাঁ দ্বিতীয় ধাপেও তিনটি লাইফ প্রজেক্ট দেখানো হবে। সবগুলো প্রজেক্টটি বর্তমানের লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে করা হবে।

*** আপনি এই দুটি ধাপ সফল ভাবে শেষ করতে পারলে মোটামুটি একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন। এবং এমন একটি অবস্থানে আসতে পারবেন যেখান থেকে আপনি নিজেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

-কিছু কমন প্রশ্নের উত্তর-

১. কে কোর্স ইন্সট্রাক্টর হিসেবে থাকবেন?
উত্তরঃ যেহেতু এটি একটি ব্যক্তিগত উদ্যোগ, তাই আমি নিজে কোর্স ইনস্ট্রাক্টর হিসাবে থাকবো। ভবিষ্যতে প্রয়োজন হলে আরো ইনস্ট্রাক্টর এড হতে পারে।

২. কোর্স ফি কত?
উত্তরঃ কোর্সটি সম্পুর্ন ফ্রী। কোর্স ফি হিসেবে আপনাকে দিতে হবে আপনার মূল্যবান সময়, আর করতে হবে কঠোর পরিশ্রম।

৩. আপনার কাছ থেকে কেন শিখব?
উত্তরঃ বর্তমানে কোন কিছু শেখার জন্য অনলাইনে প্রচুর মানসম্মত রিসোর্স পাওয়া যাবে। তাছাড়া অনেক অনেক ভালো কোর্সও পাবেন। এগুলো থেকে আপনারা শিখতে পারেন। আমি এখানে যেটা করতে চাচ্ছি, সেটা হল “কিছু মানুষকে আমার দিকনির্দেশনা অনুসারে নিজের মত করে শেখাতে চাচ্ছি “।

৪. কিভাবে শেখানো হবে?
উত্তরঃ সবকিছু লাইভ ক্লাসের মাধ্যমে শেখানো হবে। এখানে পূর্বে ধারণকৃত কোন ভিডিও থাকবে না। ক্লাসে প্রশ্ন-উত্তরের মাধ্যমেই শেখানো হবে। ক্লাস শেষে ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনাদেরকে দেওয়া হবে, যেটি দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন। প্রতিদিন দুই ঘন্টা করে সপ্তাহে পাঁচটি ক্লাস থাকবে, সময় রাত 9 টা থেকে 11 টা। প্রতিদিনের টা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে যেয়ে কেউ কোন সমস্যায় পড়লে তার সমাধান করার জন্য একটি ফেসবুক গ্রুপ থাকবে। এখানে একে অপরকে সহযোগিতা করার মন মানসিকতা থাকতে হবে। আমিও প্রতিদিনের সমস্যার সমাধান প্রতিদিন করে দেওয়ার চেষ্টা করব।

৪. শিখতে কতদিন সময় লাগবে?
উত্তরঃ আমি যেভাবে সম্পূর্ণ জিনিসটি শেখানোর প্ল্যান করেছি তাতে করে প্রথম ধাপটি সম্পূর্ণ করতে তিন মাস সময় লাগবে। দ্বিতীয় ধাপটি সম্পন্ন করতেও তিন মাস সময় লাগবে। সবকিছু ছয় মাসের মধ্যে শেষ করা হবে।

৫. কত তারিখ থেকে ক্লাস শুরু হবে?
উত্তরঃ আগামী 10-10-2022 তারিখ হতে ক্লাস শুরু হবে। 9 তারিখ পর্যন্ত এই ফ্রী কোর্সে ভর্তি হতে পারবেন। 10 তারিখে ওরিয়েন্টেশন ক্লাস হবে। যদি একজন ব্যক্তিও এই কোর্সে ভর্তি হন, তাকে নিয়েই আমি কোর্সটি কন্টিনিউ করব।

৬. কিভাবে কোর্সে ভর্তি হব?
উত্তরঃ নিচের Google form থেকে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করুন, সকল ইনফরমেশন গুলো সঠিক ভাবে দিবেন। আপনি আগ্রহী না হলে অহেতুক ফরমটি ফিলাপ করার দরকার নাই। এই গ্রুপে জয়েন করুন: https://www.facebook.com/groups/610981260721948

ভর্তি ফরমের লিংক: https://forms.gle/CkMwDLKoJPeBGNHS6

*** যারা কোর্সে ভর্তি হবেন তারাই শুধুমাত্র লাইভ ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ পাবেন এবং প্রাইভেট সাপোর্ট গ্রুপে জয়েন করতে পারবেন।